আকাশ ইসলাম : এশিয়ায় ক্রিকেটে সেরা কোন দল? নির্ধিধায় বলবেন ভারত। কারন আজ ফাইনালে বাংলাদেশকে তারা হারিয়েছে। আমার হিসেব কিন্তু একটু ভিন্ন। এর বেশ কয়েকটি কারণ রয়েছে। এবারের এশিয়া কাপে বরাবরই ফেভারেট ছিল বাংলাদেশ। ভারতের মত দেশকে হারানো শক্তি বাংলাদেশের যথার্থই ছিল। তাই মনে প্রাণে আমাকে মানিয়ে নিতেই হবে এশিয়ার সেরা বাংলাদেশ। বাংলাদেশ শক্তিশালী পাকিস্থান এবং শ্রীলংকাকেও হারিয়েছে।
আজকের ম্যাচটার ভাগ্য ভারতে প্রসন্ন ছিল বলেই ওরা জিততে পেরেছিল। এর মধ্যে,
১. বৃষ্টি ওদের সহায়ক ছিল।
২. টস জেতার কারনে বাড়তি সুবিধা পেয়েছে।
৩. মুস্তাফিজ আজ খেলতে পারেনি।
৪. খেলাটা হয়েছিল ১৫ ওভারের।
মাত্র ৪টার কারনের কথা বললাম । হয়ত বলতে পারেন, ওরাওতো সমান সুবিধা পেয়েছে। হুম ঠিক তাই। তবে বাংলাদেশের দর্শক আর ভক্তদের যে চাপ বাংলাদেশী খেলোয়ারদের উপর ছিল তা হয়ত ওদের মধ্যে ছিল না। তার মধ্যে হঠাৎ করে বৃষ্টিতে খেলা হবে কি হবেনা। আর হলেই কত ওভার হবে এ নিয়ে ভাবার সময় পায়নি বাংলাদেশের টাইগাররা।
সুতরাং আমার চোখে এবারের এশিয়ার শেরা দল বাংলাদেশ। আপনি মানুন আর না মানুন। পরিসংখ্যান ঘাটুন আমার কিছ্চু আসে যায় না। বাংলাদেশ, বাংলাদেশ এবং বাংলাদেশ।
[মতামত কলামের দায়ভার একান্তই লেখকের। এখানে শুধুমাত্র লেখকে অভিব্যাক্তি প্রচার পেয়েছে। এর জন্য পত্রিকা দায়ি নয়]