বিনোদন ডেস্ক : গত দেড় দশকেরও বেশী সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে দাপিয়ে কাজ করছেন সাদিকা পারভীন পপি। ভক্ত-দর্শকেরা তাকে চিত্রনায়িকা পপি নামেই চেনেন। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি চলচ্চিত্রের মধ্যে দিয়ে তার অভিষেক হয়। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। এর পর থেকে এখন পর্যন্ত প্রায় দেড়শ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
পপি জানান, অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে লড়তে হয়েছে তাকেও। এজন্য তাকে অভিনয় থেকে দূরে রেখেছেন। কিন্তু তাও তিনি অশ্লীল ছবিতে অভিনয় করেননি বা তার নিজের অবস্থান পরিবর্তন করেননি।
পপি বলেন, তারকারা সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পারে না। সাধারণ মানুষের নজর এড়াতে বোরকা পড়ে তাকে অনেক সময় বাইরে যেতে হয়। সাধারণ মানুষ মনে করে চলচ্চিত্র তারকারা অনেক বিলাসী জীবন যাপন করে। এ ধারণার এ সাথে ভিন্নমত পোষণ করেন পপি। পপি মনে করেন অনেক কষ্ট করে তারকা হতে হয়। তিনি নিজে ১৮ ঘন্টা পরিশ্রম করেন। ক্যামেরার সামনে যাওয়ার আগে ঘন্টা বা দুই ঘন্টা পরিশ্রম করে নিজেকে প্রস্তুত করতে হয়।
তিনবার পেয়েছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। গত কয়েকবছর ধরে অবশ্য কমিয়ে দিয়েছেন চলচ্চিত্রে অভিনয়। তবে এখন তার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি