ফেসবুক থেকে, গোলাম মাওলা রনি
খবরটি গতকালের প্রায় সব পত্র পত্রিকাই প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী বলেছেন- বেগম জিয়ার জলাতঙ্ক রোগ হয়েছে। এই রোগের রুগীদের মতো বেগম জিয়া সবাইকে কুকুর হিসেবে দেখতে পান।
আমরা অনেকেই জানি- কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। পঁচা গম খাওয়া অসহায় মানুষের বিষ্ঠা ভোগী চামড়া ছিলা কোন নেড়ি কুকুরের কামড়ে জলাতঙ্ক হয় না। কোন ভদ্রলোকের পোষা কুকুরে কামড়ালেও এই রোগ হয়না।
সাধারনত পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক দেখা দেয়। অন্যদিকে, ভাদ্র আশ্বিন মাসে বিষেশভাবে কামাতুর হয়ে পড়া বেওয়ারিশ কুকুর-কুকুরীর কামড়ে জলাতঙ্কের আতংক থাকে।
প্রধানমন্ত্রীর অভিযোগের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোন দাপ্তরিক প্রতিক্রিয়া আসেনি । তারা একথাও বলেনি যে, কোন কুকুরের কামড়ে তাদের নেত্রীর জলাতঙ্ক দেখা দিয়েছে।
বেগম জিয়ার প্রতি অনুরোধ- প্লিজ ! কুকুরের নাম-ধাম, জাত এবং মালিকের পরিচয় সম্পর্কে কিছু বলবেন না জলাতঙ্ক এখন আর আহামরি তেমন কোন রোগ নয়- সামান্য চিকিৎসাতেই সেরে ওঠা সম্ভব !!!