[ads1]গুলশান ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। গণমাধ্যম বলছে সন্ধ্যার পরেই তিনি এ ভাষণ দিবেন। কি থাকতে পারে হাসিনার ভাষণে, এনিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট কলামিস্ট আসিফ নজরুল ভবিষ্যত বাণী করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন,
প্রধানমন্ত্রীর ভাষণ
রাতে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। কি থাকবে উনার ভাষণে? আমার ধারনা এসবঃ
* গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় জন্য একাত্তরের পরাজিত শক্তি তথা বিএনপি-জামাত দায়ী! সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য আইএস-এর নামে তারা এসব করছে।
* সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে সরকার বাপক সাফল্য অর্জন করেছে। গুলশানের অভিযানও সফল হয়েছে।
*সন্ত্রাস বিরোধী অভিযানে আন্তজাতিক মহলের সঙ্গে আরো দৃঢ় ঐক্য-এর ভিত্তিতে সরকার কাজ করবে। বাংলাদেশের মানুষকেও সজাগ থাকতে হবে।
এছাড়া সাম্প্রতিক ঘটনাগুলির উল্লেখ সহ সন্ত্রাস যে একটি বৈশ্বিক সমস্যা তার বিবরন থাকতে পারে এতে।[ads2]