ঢাকা: পুলিশ জনগণের বন্ধু। রাষ্ট্রের সকল শ্রেনী-পেশার মানুষের নিরাপত্তা দেয়াই তাদের কাজ। সেই রক্ষকই এখন ভক্ষকের ভুমিকায়। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে রাস্তা থেকে তুলে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করলেন স্বয়ং পুলিশ সদস্য।
দেশের প্রায় প্রতিটি গণমাধ্যমেই এ খবরটি প্রকাশ পেয়েছে। বিভিন্ন গণমাধ্যম পড়ে জানলাম, রাব্বী বাংলাদেশ ব্যাংকের পাবলিক রিলেশন্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং তিনি এক সময় ‘সময় টেলিভিশন’-এ সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন।
গত শনিবার রাত ১১টার দিকে কল্যানপুরে বাসায় ফেরার পথে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেট থেকে পুলিশ রাব্বীকে আটক করে। এরপর মোহাম্মদপুর থানায় নিয়ে তার উপর নির্যাতন চালায় এবং হত্যার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন থানার এসআই মাসুদ শিকদার। টাকা না দিলে তাকে ক্রসফায়ার দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়। এমন কি তার (রাব্বী) লাশ সকালে মোম্মদপুর বেড়িবাধে পাওয়া যাবে বলেও হুমকি দেয় এসআই।
পরে টাকা পাওয়ার জন্য রাব্বীকে ফোন করার সুযোগ দেয়া হলে, রাব্বী কৌশলে তার পরিচিত এক সাংবাদিককে ফোন দেয়। পরে ওই সাংবাদিকের সহযোগিতায় পুলিশের হাত থেকে প্রাণে রক্ষা পায় রাব্বী।
রাব্বী হয়তো বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বেঁচে গেলেন। তবে রাব্বীর মত হাজার হাজার সাধারণ মানুষ পুলিশের পোশাকে থাকা কিছু পশুর হাতে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন এভাবে। তারা ওইসব অসাধু পুলিশ কর্মকর্তাদের হাত থেকে রক্ষা পাবে কি করে?
রাব্বীর সঙ্গে অন্যায় করার কারণে ওই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এতেই থেমে যাবে ওইসব অসাধু কর্মকর্তাদের অনৈতিক কর্মকান্ড। না থামবে না বরং ওই ধরণের অসাধু কর্তারা ফের এ ধরণের কোন ঘটনায় জড়ালে হয়তো আর কাউকে বেঁচেই ফিরতে দিবে না। তাই রাষ্ট্রের উচিত এই ধরণের মাসুদ শিকদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া।
তবে বাংলাদেশে বর্তমানে যে অঘটনগুলো ঘটছে, তার জন্য দায়ী একমাত্র রাজনীতি। গণতান্ত্রিক দেশে গণতন্ত্র অনুপস্থিত থাকায় কারণেই এ ঘটনাগুলো ঘটছে। আর বাংলাদেশের রাজনীতিতে তো প্রতিহিসাং বহুকাল ধরেই চলে আসছে।
যে সরকাই ক্ষমতায় আসুক। এসেই দলীয় নেতাকর্মীকে নিয়োগ দেয়া হয় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। আবার তারা সরকার থেকে চলে গেলে, গত সরকারের নিয়োগ দেয়া কর্মকর্তাদের তেমন পাত্তা দেয়া হয়না। এমনকি অনেককে ওএসডি করেও রাখা হয়। এ জন্য চাকরীজীবীরা নিজ দল ক্ষমতায় থাকা অবস্থাই নিজেদেরে আখের গোছাতে নানান অপকর্মে লিপ্ত হয়। তাই আমি বলব বাংলাদেশে বর্তমানে যে বিশৃঙ্খলা চলছে তার জন্য একমাত্র দায়ী হল রাজনীতি। তাই পরিপূর্ণ গণতন্ত্র এবং দলীয় পরিচয় ছাড়া প্রকৃত মেধাবীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা হতে পারে।
লেখক: সাংবাদিক,infomasudnews@gmail.com