স্যরি আল্লামা সাঈদী… মাফ করবেন :গোলাম মওলা রনি

0

সাইদী-রনি-300x166আওয়ামীলীগের তরুণ সাংসদ গোলাম মাওলা রনি আল্লামা সাঈদী সম্পর্কে বলেন, হে আমাদের প্রিয় আল্লামা দেলোয়োর হোসেন সাঈদি আপনার কাছে মাফ চাই! আপনাকে আসলেই চাঁদে দেখা গিয়েছিল! আমরা বুঝতে পারিনি! স্যরি…

ফেসবুক স্ট্যাটাসে আলোচিত এই সাংসদ বলেন, আমরা ৭০ এর দশক থেকেই গোলাম আযমের ফাঁসির দাবী শুনে আসছি আর তখন দেশবাসী সাঈদী বা কাদের মোল্লার নামও জানতো না। গোলাম আজমের ৯০ বছরের কারাদন্ডের রায় ঘোষণার পর সংশয় প্রকাশ করেছেন তরুণ এই সাংসদ। রায় প্রকাশের পর এক ফেসবুক স্ট্যাটাসে আলোচিত এই সাংসদ বলেন, এই রায়ের পর নিশ্চিন্তে বলা যায় সালাউদ্দিন কাদের চৌধুরীর কি হবে! কারণ সাফাই সাক্ষী দিবেন সালমন এফ. রহমান।

এই লোকটিকে যখন বড় বড় যায়গায় আমাদের মাথার ওপর দেখি তখন আর যুদ্ধ অপরাধীর বিচার চাওয়ার নৈতিক মনোবল থাকে না। শেয়ার বাজার ব্যাংক কেলেঙ্কারিসহ নানা ঘটনায় সরকারকে বিব্রতকারী যদি সরকারের কলিজার ওপর দাপিয়ে বেড়ায় তখন বিচারের বাণী নিভৃতে কাঁদবে এটাই স্বাভাবিক।

রনি আরো লিখেছেন, আজ বাঙালী জাতির কতিপয় দূর্বৃত্তদের জুলুম, অবিচার ও নাফরমানী দেখে স্বয়ং ইবলিশ শয়তান এদেশ ছেড়ে পালিয়ে গেছে আর যাবার সময় অবাক বিস্ময়ে বলে গেছে- হায় আল্লাহ! ওরা এসব শয়তানী শিখলো কি করে? এদেশে থাকলে আমাদের শয়তানী চরিত্র কলুষিত হয়ে পড়বে এবং আল্লাহ্‌র ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে পড়বে…

জামাতের আমীর গোলাম আজমের ৯০ বছরের কারাদন্ডের রায় ঘোষণার পর অন্য আসামীদের রায়ের ব্যাপারেও সংশয় প্রকাশ করেছেন তরুণ সাংসদ গোলাম মাওলা রনি। এজন্য একটি গোষ্ঠীকে তিনি দায়ই করেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More