[ads2]অনেকেই শখ করে চুল কার্ল করে থাকেন। চুলের নিচের অংশ কিছুটা কোঁকড়া এবং উপরের অংশ স্ট্রেইট থাকে। কার্লার দিয়ে সাধারণত চুল কার্ল করা হয়ে থাকে। কার্লার ছাড়াও চুল কার্লি করা সম্ভব। ভাবছেন এর জন্য ছুটতে হবে পার্লারে? একদমই না। ঘরে বসে করে ফেলতে পারেন পার্লারের মত চুল কার্লি। তাও আবার বেলুন দিয়ে! আসুন তাহলে জেনে নিন কীভাবে ঘরে বসে চুল কার্লি করবেন।
যা যা লাগবে:
- বেলুন
- ক্লিপ
- চিরুনি
যেভাবে করবেন:[ads1]
১। প্রথমে চুলে ভাল করে তেল লাগিয়ে নিন। বিশুদ্ধ নারকেল তেল হলে ভাল হয়।
২। তেল সারারাত মাথায় রাখুন। সারারাত রাখতে না পারলে কয়েক ঘন্টা তেল মাথায় রাখুন।
৩। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন।
৪। উঁচু করে একটি ঝুঁটি বেঁধে নিন।
৫। এবার ঝুঁটি থেকে চুল ভাগ করে স্প্রে দিয়ে পানি ছিটিয়ে কিছুটা ভিজিয়ে নিন। এরপর একটি ছোট বেলুন নিয়ে তাতে চুল পেঁচিয়ে ফেলুন ( যতটুকু কোঁকড়া করতে চান ততটুকু) এবং একটি ক্লিপ দিয়ে সেটি আটকিয়ে ফেলুন।
৬। এভাবে সম্পূর্ণ চুলটি পেঁচিয়ে ক্লিপ দিয়ে আটকিয়ে ফেলুন।
৭। এভাবে সারা রাত থাকুন।
৮। পরেরদিন সকালে একটি একটি করে বেলুনগুলো খুলে ফেলুন। সবশেষে ঝুঁটিটি খুলে ফেলুন।
৯। আর পেয়ে যান কোঁকড়া চুল যেমনটি আপনি চেয়েছিলেন।
সম্পূর্ণ পদ্ধতিটি দেখে নিন ছোট একটি ভিডিওতে।[ads2]