নওগাঁর মান্দায় এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী কলিম উদ্দিনকে(৩৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধার দিকে উপজেলার চৌবাড়িয়া বাজার থেকে কলিম উদ্দিনকে আটক করা হয়। আটক কলিম উদ্দিন রাজশাহীর তানোর উপজেলার আজিজপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
নওগাঁর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গোপন সূত্রে জানতে পেয়ে উপজেলার চৌবাড়িয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কলিম উদ্দিনকে ৫টি প্যাকেটে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে গোয়েন্দা পুলিশ। সে পুলিশের কাছে স্বীকার করে দীর্ঘ দিন থেকে মাদকের ব্যবসা করে আসছিল। পরে তাকে মান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। আগামীকাল বুধবার কলিম উদ্দিনকে নওগাঁ জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওসি।
এস কে