রাজশাহী: রহিদুল মৃধা (৩৫)। ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে হয়েছিল মামলা। পরে অবস্থা বেগতিক দেখে তিনি পালিয়ে থাকেন দীর্ঘ দিন। কিন্তু শনিবার রাতে তিনি ধরা পড়েন র্যাবের হাতে তাও ইয়াবাসহ।
শনিবার রাতে রাজশাহী মহানগরীর মতিহার থানার জাহাজঘাট ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব) তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রহিদুল মৃধা রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের এমার উদ্দীন মৃধার ছেলে।
র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের অপারেশন দল মতিহার থানার জাহাজঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় রহিদুল মৃধাকে ৯৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।পরে তার কাছ থেকে একটি মোবাইল সেট ও নগদ ১৮ হাজার ২০১ টাকা উদ্ধার করা হয়।
রহিদুল মৃধা দুর্গাপুর থানায় ২০১০ সালের পহেলা ডিসেম্বর দায়ের করা ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি বলে জানায় র্যাব।