‘আই ডোন্ট কেয়ার’ নিয়ে তালমাতাল অবস্থায় পড়েছেন ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী ববি। বিশেষ করে পোস্টারে তার নগ্ন উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে ববি এর দায় চাপান সিনেমার পরিচালকের উপর। এ জন্য তিনি ছবিটি বর্জনের জন্যও সবার প্রতি আহবান জানান। আর এতেই ক্ষেপেছেন সিনেমাটির পরিচালক মোহাম্মদ হোসেন।মোহাম্মদ হোসেন জানান, আমার ছবিটি বাণিজ্যিক ছবি। বিভিন্ন ধরনের পোস্টার করা হয়েছে। ববি যে ধরনের পোশাক পরেছে, পোস্টারে সেই ছবি ব্যবহার করা হয়েছে। আর ববি আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন। আমি কখনও তাকে কোনো দৃশ্যের জন্য অভিনয় করতে বাধ্য করিনি। আমার কাছে ছবির শুটিংয়ের সময় ববি যা যা বলেছে তার সবই ভিডিও আছে। সময় হলে তা সবার সামনে প্রকাশ করব।
ববির বিরুদ্ধে আরও অভিযোগ আনেন হোসেন। তিনি বলেন, ছবির শুটিংয়ের সেটে ববি নিয়মিত দেরি করে আসে। এমনকি শাকিব খান মেকআপ নিয়ে প্রস্তুত থাকলেও শুটিং স্পটে দেরি করে আসত সে। ববির সবকিছুই নির্মাতা এবং প্রযোজকরা মেনে নিলেও অভিনয় দিয়ে এখনও তিনি নির্মাতাদের আকর্ষণ করতে পারেননি।উল্লেখ্য, প্রথম ছবি ‘দেহরক্ষী’তে খোলামেলা পোশাক দিয়ে ঝলক দেখিয়েছেন ববি। এরপর থেকে ঢাকাই ছবির নির্মাতারা তার ওপর ভর করেন। ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্ব’ এবং ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ছবিগুলোতেও ছিল ববির খোলামেলা পোশাকের সরব উপস্থিতি।এবার ঈদে ববি অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে। এর একটি ‘হিরো দ্য সুপারস্টার’, অন্যটি ‘আই ডোন্ট কেয়ার’।