বগুড়া: বগুড়ায় দুই ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।
মঙ্গলবার রাতে সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদরের গোকুল এলাকায় কাঠ বোঝাই একটি ট্রাকে এবং রাত সাড়ে ১০টায় শহরতলীর নিশিন্দারা এলাকায় সবজি বোঝাই ট্রাকে আগুন দেয়া হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের গোকুল ও মহাস্থানের মাঝামাঝি একটি হিমাগারের কাছে দাঁড়িয়ে থাকা একটি কাঠ বোঝাই ট্রাকে আগুন দেয় অবরোধ সমর্থকরা। মুহূর্তের মধ্যে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। কিছুক্ষণ পর ট্রাকের উপরে থাকা কাঠে আগুন ধরে যায়।
খবর পেয়ে প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১০টার দিকে একটি সবজি বোঝাই ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। নিশিন্দারা এলাকায় পৌঁছলে অবরোধ সমর্থকরা ট্রাকটিতে আগুন দেয়। এতে ট্রাকের কিছু অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, ট্রাকে আগুন দেয়ার ঘটনার পর মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে।