পীরগঞ্জে ৪ মাসে সাজাপ্রাপ্ত পলাতক ১৫ আসামিসহ ৬৪২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বছরের অক্টোবর মাস থেকে গত ৩১ জানুয়ারি পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওইসব আসামি গ্রেফতার করে পীরগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, একই সময় ৩৬৯ বোতল ফেনসিডিল, ৫ কেজি, ১৯২ পিস ইয়াবা, ৪৮ লিটার চোলাই মদ এবং ৪৭৫টি নেশার ইনজেকশন উদ্ধার ও মাদক আইনে ২৯টি মামলা রুজু করা হয়।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, ২০১৫ সালের অক্টোবর মাসে যোগদানের পর থানার আইন শৃংখলার অধিকতর উন্নয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রতিরাতেই পুলিশি অভিযান চালানো হচ্ছে। ফলে গত ৩১ জানুয়ারী পর্যন্ত শুধুমাত্র জিআর ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ১৫ জন আসামিসহ ৪৬৭ জনকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করা হয়। এদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে। একই সময় ভ্রাম্যমাণ আদালতে ৩৪টি মামলায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত ১১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রদান ছাড়াও ১লাখ ৮হাজার ৫’শ টাকা অর্থ দণ্ড দেয়া হয়েছে।
Prev Post