বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠাল তলি ইউনিয়নের ৩ নং ভোট কেন্দ্রে এজেন্টকে দেখিয়ে বাধ্য হয়ে নৌকায় ভোট দিতে হচ্ছে ভোটারদের। সংশ্লিষ্ট কেউই এর প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। কোন ভোটার গিয়ে তার ইচ্ছে মত ভোট দিতে পারতেছে না। ভোটারদের কাছে জানতে চাইলে তারা কথা না বলে এরিয়ে জান। একজন ভোটারকে অনেক বার জিজ্ঞেসের পর সে রেগে বলল যান ভিতরে গিয়ে দেখেন কি হইছে, আমাদেরকে বিপদে ফেলেন কেন।
ওখানে দায়িত্ব রত কেউই এই কথা স্বীকার করেনি, বরং তারা বলেছে সব ঠিক আছে।