গাজীপুর মহানগরের মাঝুখান এলাকায় টঙ্গী-ভৈরব রেলরুটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
রোববার (০১ মে) সকাল ৯টার দিকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জানান, সকালে ওই যুবক গাজীপুর মহানগরের মাঝুখান এলাকায় টঙ্গী-ভৈরব রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের পরনে লুঙ্গি ও সাদা-নীল রংয়ের ফুল হাতা শার্ট রয়েছে।