বগুড়ার সারিয়াকান্দিতে ব্যবসায়ীর সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল কালামকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। রোববার সন্ধ্যায় সোনালী ব্যাংক সারিয়াকান্দি শাখা অফিসের সামনে ঘটনাটি ঘটে। তবে থানায় নিয়ে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
জানা গেছে, জামাল উদ্দিন নামে এক চাতাল ব্যবসায়ী রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সোনালী ব্যাংক সারিয়াকান্দি শাখা থেকে সাড়ে ৫ লাখ টাকা তোলেন। ফেরার পথে উপজেলা আ’লীগ নেতা আবুল কালামের নেতৃত্বে একদল লোক তার ওপর হামলা করে সব টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় জামাল উদ্দিনের চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে ছিনতাই হওয়া টাকাসহ আ’লীগ নেতা আবুল কালামকে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ আ’লীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে উপজেলা আ’লীগ নেতারা তাকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করে। পুলিশ রাতেই তাকে ছেড়ে দেয়।
সারিয়াকান্দি থানার এস আই মশিউর রহমান ছিনতাইকালে আ’লীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার এস আই এনায়েত জানান, ছিনতাই ও আটকের কোনো ঘটনা ঘটেনি। পৌর মেয়রের বাসায় একটি ঘটনার পর নেতৃবৃন্দ থানায় এসেছিলেন। এরপর তা মীমাংসা হলে সবাই চলে গেছেন।