সুনামগঞ্জ: জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মথুরাকান্দি গ্রামে শ্যালিকাকে নিয়ে উধাও হয়েছে দুলাভাই।
সিরাজুল ১০ বছর আগে বিয়ে করেছেন। ৩ ছেলে আর ১ মেয়ের বাবা তিনি। স্ত্রীর আপন ছোটবোনকে প্রেমে পড়াতে বাধ্য করেন তিনি। প্রেমের গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়লে শ্যালিকাকে নিয়ে লাপাত্তা হয় সিরাজুল।
সিরাজুল ইসলাম মথুরাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় সিরাজুল ইসলাম আর তার বড়ভাই এমদাদুল হকের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন সিরাজুলের শ্বশুর বিশ্বম্ভবপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আদাং গ্রামের আবুল কালাম।
বিশ্বম্ভরপুর থানার উপ-পরিদর্শক শেখর রঞ্জন জানান, মথুরকান্দি এলাকায় অভিযান চালিয়ে সিরাজুলকে না পেয়ে তার বড় ভাই এমদাদুল হককে গ্রেফতার করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার রাতেও দুলাভাইয়ের কোনো খোঁজ পায়নি পুলিশ।