কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় ট্রাকচাপায় কেরামত আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে এবং রেনিস আলী (২৬) নামে যুবক আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সিমেন্ট বোঝাই একটি ট্রাক (খুলনা মেট্রো উ-১১-০০৭৮) আল্লারদর্গা বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পথচারী রেনিস আলীকে প্রথমে ট্রাকটি ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী কেরামত আলীকে ধাক্কা দেয়। এসময় বৃদ্ধ কেরামত আলী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং রেনিস আলী গুরুতর আহত হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। ট্রাকের চাপায় হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করলে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবহন চলাচল স্বাভাবিক হয় এবং নিহত কেরামত আলীর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
নিহত কেরামত আলী উপজেলার আমদহ গ্রামের মৃত আলীজানের ছেলে এবং আহত রেনিস আলী পাটুয়াকান্দি গ্রামের একরাম হোসেনের ছেলে।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হওয়ার পর সেখানে উত্তেজনা দেখা দিলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
Prev Post