চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বোয়ালিয়াকূল থেকে আকিলপুর পর্যন্ত ২ কিলোমিটার ভাঙ্গা উপকূলীয় বেড়িবাঁধ পুন:নির্মাণের দাবিতে অবস্থান কর্মসূচি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাঁশবাড়িয়া উপকূলীয় বেড়িবাঁধ পুন:নির্মাণের দাবি বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বোয়ালিয়াকূল বেড়িবাঁধ এলাকায় এ অবস্থান কর্মসূচি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপকূলীয় ভাঙ্গা বেড়িবাঁধ পুন:নির্মাণ ও সমুদ্রের নোনাপানি থেকে কৃষিজমিসহ যাবতীয় সম্পদ রক্ষার্থে বিভিন্ন ধরনের ফেস্টুন,ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন উপকূলীয় হাজারো ক্ষতিগ্রস্থ এলাকাবাসী।
অবস্থান কর্মসূচি শেষে মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন,বাঁশবাড়িয়া সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজিজুল হক, নূর উদ্দিন,ছালেহ আহাম্মদ, সেলিম উদ্দিন,সেকান্দও, আবুল কালাম আজাদ, জয়নাল আবেদিন প্রমুখ।
Prev Post