গতকাল রোববার রাতে পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌর শহরের হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ হারুন অর রশীদের (৫০) মাথায় আলকাতড়া মেখে লিঙ্গ কর্তন করেছে দুর্বৃত্তরা। চার সন্তানের জনক হারুন ওই গ্রামের মজিদ জমাদ্দারের পুত্র। ওই দিন গভীর রাতে তার উত্তর সোনাখালী নিজ বাড়ির ঘরের সিদ কেটে রহস্যজনক এ লিঙ্গ কর্তনের ঘটনা ঘটে। এ সময় একই বিছানায় তার স্ত্রী ও সামনের বারান্দায় কলেজ এবং স্কুল পড়–য়া দুই পুত্র ঘুমিয়ে থাকলেও তার এ ঘটনা টের পাইনি বলে তারা জানান। ফলে এ ঘটনার রহস্য ক্রমান্বয় ঘনিভুত হচ্ছে।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ ফেরদৌস জানান, সকাল সাড়ে আটটার দিকে লিঙ্গ বিচ্ছিন্ন গুরুতর জখম এ রোগীকে হাসপাতালে নিয়ে আসলে তাৎক্ষনিক চিকিৎসা প্রদান করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফা কামাল ঘটনা স্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ঘটনাটি রহস্য জনক বলে মনে হয়। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হারুনের কলেজ পড়–য়া পুত্র শিমুল (১৭) ও স্কুল পড়–য়া পুত্র আসাদ (১৪) কে থানায় ডেকে আনা হয়েছে। এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
মঠবাড়িয়া থানার এস আই শহিদুল ইসলাম জানান, হারুনের স্ত্রী খাদিজা বেগম (৪২) স্বামীর সাথে বরিশাল হাসপাতালে থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছেনা। তবে এ ঘটনায় উভয়ের পরকীয়া কিংবা দাম্পত্য কলহের জের ধরে ঘটছে কিনা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।