লক্ষ্মীপুরে দু’টি হত্যা, চাঁদাবাজীসহ সাতটি মামলার আসামি আলাউদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আলাউদ্দিন বশিকপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বশিকপুর গ্রামের সাদেক উল্যাহর ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. আবুল বাশার জানান, আলাউদ্দিনের বিরুদ্ধে দু’টি হত্যাসহ চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতটি মামলা রয়েছে। এরমধ্যে দু’টিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Prev Post
Next Post