ঝিনাইদহের কালীগঞ্জে যৌতুকের দাবিতে আয়েশা বেগম (২৫) নামের এক গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ স্বামী শাহিনুর বিশ্বাসকে আটক করেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। আটক শাহিনুর পৌরসভার বলিদাপাড়া গ্রামের সব্দুল বিশ্বাসের ছেলে।
নির্যাতনের শিকার আয়েশা বেগম জানান, শাহিনুর রহমানের সঙ্গে তার বিয়ে হওয়ার পর থেকেই যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করতো। ইতোমধ্যে তার বাবা প্রায় দেড় লাখ টাকার আসবাবপত্র দেয়। শাহিনুর আরো টাকা দাবি করে। আয়েশা আরো জানান, রাতে নির্যাতনের সময় একটি অপরিচিত মোবাইল থেকে তার মোবাইলে ফোন আসে। এ সময় তার স্বামী শাহিনুর ফোন রিসিভ করে এবং কলদাতা কথা না বলায় তাকে আবার মারপিট শুরু করে এবং বটি দিয়ে তার চুল কেটে দেয়।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুরে আয়েশা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী শাহিনুরকে আসামি করে মামলা করে। এরপর পুলিশ শাহিনুরকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।