পাথরঘাটার একমাত্র খেলার মাঠকে স্টেডিয়াম কারার প্রেখিতে, পাথরঘাটার গন মানুষের নেতা উপজেলার সনামধন্য চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন এই মাঠ ভরার কাজ হাতে নেই । ভরাট কজের শুভ উদ্বোধন করেন পাথর ঘাটার পৌর মেয়ার আনোয়ার হোসেন আকন।
বর্তমানে মাঠের চারপাস ওয়াল দিয়ে বিষখালি নদী থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে মাঠ ভরাটের কাজ চলছে ।
পাথরঘাটার এই মাঠটা খেলোয়ারদের একমাত্র যায়গা যা দীর্ঘদিন অবোহেলায় পরে ছিলো। মাঠটি নিচু থাকায় নদীর পানি ওঠানামা করতো, এতে খেলোয়াররা মাঠে খেলতে পরতো না। অনেক দিন পর হলেও পাথরঘাটা মানুষের মনের ইছা পুরন হচ্ছে । এই মাঠ ভরাটের কাজ তদারকি করছে, ৭নং ওয়ার্ড কমিশনার মোঃ মোসাফের হোসেন বাবুল এর মধ্যে দিয়ে পাথরঘাটায় উন্নয়নের এক ধাপ এগিয়ে গেলো ।