প্রেমের টানে সাড়া দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় এসে প্রেমিক ও তার বন্ধুুদের দ্বারা এক গার্মেন্টসকর্মী গণধর্ষণের শিকার হয়েছে। গণধর্ষণের অভিযোগে নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, গৌড়নদীর বড় কসবা গ্রামের(১৯) বছর বয়সী ওই নারী ঢাকায় গার্মেন্টেসে কর্মরত অবস্থায় তার নিজ বাড়ির এলাকা পালরদীর জাহিদ নামের জনৈক যুবকের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয়। মোবাইল ফোনে গড়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক। সেই সূত্র ধরে বিশ্ব ভালবাসা দিবসে প্রেমিক জাহিদ তার প্রেমিকাকে ঢাকা থেকে এলাকায় আসতে বললে ওই নারী ১৪ ফ্রেব্রুয়ারি ঢাকা থেকে বাড়ি আসে। ভালবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) জাহিদ ওই নারীকে তার বন্ধু কামরুলের মাধ্যমে আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের বাসিন্দা ও মুলাদী উপজেলা পিআইও অফিস সহকারী সরদার হুমায়ুন কবিরের বাড়ি পাঠায়। ওই বাড়িতে সারাদিন নারীকে কৌশলে আটকে রেখে রাতে কারুলসহ ৪ জনে ধর্ষণ করে।
সোমবার সকালে স্থানীয়দের সহায়তায় ধর্ষিতা উদ্ধার হয়ে গণধর্ষণ ও সহায়তা করার অভিযোগে রাতে ৮ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করে।
মামলা নং-৭ (১৬.২.১৬)। সোমবার গভীর রাতেই ধর্ষিতা ও তার ভাইকে সঙ্গে নিয়ে পুলিশ দত্তেরাবাদ গ্রামে হুমায়ুন সরদারের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়িতে অবস্থান করা সেরাল গ্রামের আজাহার ভুইয়ার ছেলে শাহাদাৎ ভুইয়া (২৭) ও জালালের ছেলে সাঈদ (২৮) ও হুমায়ুনের দ্বিতীয় স্ত্রী পুষ্প বেগম (৩২) কে গ্রেফতার করেন।
গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে ও ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Prev Post
Next Post