পুকুরে মাছ ধরার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় খাগড়িয়ায় আপন ভাই ও ভাতিজাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন— পিতা হাজী মো. ইদ্রিস (৫০) ও পুত্র মোহাম্মদ খালেক (২২) শনিবার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক ফজলুল হক জানিয়েছেন, নিহত হাজী ইদ্রিচ ও শফিকুল ইসলাম বাচ্চু সহোদর ভাই। তাদের বাড়ির পাশে পারিবারিক পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মো. ইদ্রিসের পরিবারের সদস্যদের সঙ্গে তার ভাই শফিকুল ইসলাম বাচ্চুর পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত শফিকুল ইসলাম বাচ্চু ঘর থেকে তার লাইসেন্সধারী বন্দুক দিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মেঝ ভাই হাজী ইদ্রিস ও তার ছেলে মোহাম্মদ খালেকের মৃত্যু হয়। এ ডবল মার্ডারের পরপরই পালিয়ে গেছে শফিকুল ইসলাম। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
Prev Post