ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুল্লী ইউনিয়নের মেরেঙ্গা বাজারের একইস্থানে আওয়ামী লীগের সাবেক এমপি ও বর্তমান এমপি সমর্থিত দু’গ্র“পের সমাবেশকে কেন্দ্র করে শনিবার বিকাল তিনটা থেকে অনির্দ্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এনিয়ে মেরেঙ্গা বাজার ও নান্দাইল চৌরাস্তা মোড়ে দু’গ্র“পের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় বিকাল তিনটা থেকে বিকেল সাড়ে চারটায় এ রিপোর্ট লেখার সময় নান্দাইল চৌরাস্তা হয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই দু’টি স্থানেই দু’পক্ষ মারমুখি অবস্থানে রয়েছে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুর আলম জানান, উপজেলার মেরেঙ্গা বাজারে আওয়ামী লীগের সাবেক এমপি মেজর জেনারেল (অব) আব্দুস সালাম সমর্থিত মুসুল্লী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল কবীর খান অঞ্জন ও মাসুদুর রহমান বাবুল গ্র“প শনিবার বিকাল তিনটায় দলীয় সমাবেশ আহবান করে। একইস্থানে বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন খান তুহীন সমর্থিত গ্র“পের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক আহসান হাবিব কচি গ্র“পও একই স্থানে সমাবেশ ডাকে। এতে ঊভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি সামাল দিতে এবং সংঘর্ষের আশঙ্কায় বিকাল তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নান্দাইল থানার ওসি আতাউর রহমান জানান, দু’পক্ষ মুখোমুখি থাকলেও পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।