বগুড়া: আল-জাজিরা টেলিভিশনের সাংবাদিক বহনকারী গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন আল-জাজিরার সাউথ এশিয়া বিষয়ক রিপোর্টার মাহির সাত্তার ও তার সহকর্মীরা।
রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টারমিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান অবরোধের প্রামান্যচিত্র ধারণ শেষে আল-জাজিজরা টেলিভিশনের সাউথ এশিয়া বিষয়ক রিপোর্টার মাহির সাত্তার, ক্যামেরাপারসন ও ভিডিও এডিটর সোলায়মান হোসেন শাওন ও গাড়িচালক মাসুম জয়পুরহাট থেকে বগুড়ায় হোটেল নাজগার্ডেনে ফিরছিলেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাদের বহনকারী গাড়িটি বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টারমিনালের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারে। গতি বেশি থাকায় বোমাটি গাড়িতে ধাক্কা লেগে মহাসড়কে পড়ে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে রাস্তায় আগুন ধরে যায়। অল্পের জন্য রক্ষা পান গাড়িতে থাকা আল-জাজিরার পুরো ইউনিট।
এ ঘটনার পর আল-জাজিরার সংবাদকর্মীরা হোটেল নাজগার্ডেনে পৌঁছার পর বিষয়টি জানাজানি হয়। তারা বর্তমানে হোটেল নাজগার্ডেনে অবস্থান করছেন।
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ধরনের কোনো খবর তাদের জানা নেই। আল-জাজিরার সাংবাদিকদের পক্ষ থেকেও পুলিশকে কিছু জানানো হয়নি।