পূর্বশত্রুতার জের ধরে সাভারের আশুলিয়ায় বাপ্পী মিয়া নামের এক ঝুট ব্যবসায়ীর দুই হাত কেটে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। স্থানীয় একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের নেতৃত্বে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে কাইচাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, কাল রাতে বাপ্পী মিয়া কাইচাবাড়ী এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় স্থানীয় ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার হালিম চৌধুরীর নেতৃত্বে কিছু লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাপ্পীকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এতে বাপ্পীর দুই হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। তিনি বলেন, আশঙ্কাজনক অবস্থায় বাপ্পীকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। মোস্তফা কামাল বলেন, ঘটনার পর কাইচাবাড়ী এলাকা পরিদর্শন করেছে আশুলিয়া থানার পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জানতে হালিম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাপ্পী মিয়ার সঙ্গে তাঁর বিরোধ ছিল। তাই এ ঘটনায় মিথ্যা অভিযোগে তাঁকে জড়ানো হচ্ছে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কাদের নাজিম জানান, আহত ব্যক্তির দুই হাতসহ পুরো শরীরেই প্রচুর আঘাত আছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক।