পটুয়াখালী:মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হালিম মোল্লার ডান পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হালিমকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোববার ভোরে এ ঘটনা ঘটে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ভোরে একদল মুখোশধারী দুর্বৃত্তরা হালিম মোল্লাকে ডেকে বাড়ির উঠানে নিয়ে আসেন। কিছু বুঝে ওঠার আগেই তারা হালিমের ডান পা কেটে নেয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা কাটা পা নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, আপরদিকে হালিম মোল্লার কাটা পা উদ্ধারেও অভিযান চালানো হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে হালিমের পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে।