শেরপুর: শেরপুর সদর উপজেলার ৪ ইউনিয়নসহ পৌরসভার বেশ কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মো. আতিউর রহমান আতিকের বিরুদ্ধে ভোট দখলবাজি করার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের ডিসি গেইট গাঙ্গিনা পাড়স্থ জেলা জাসদের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শেরপুর-১ (সদর) আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন। লিটন শেরপুর প্রেসক্লাবের সভাপতি।
মনিরুল ইসলাম লিটন সংবাদ সম্মেলনে জানান, বিগত দিনের নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের ১৪ ইউনিয়নের মধ্যে পূর্বাঞ্চলের কয়েকটি ইউনিয়নে বিশেষ প্রভাবে, গায়ের জোরে ভোট দখলবাজির অভিযোগ রয়েছে। এবারের নির্বাচনেও শেরপুর পৌরসভার মীরগঞ্জ, মোল্লা পাড়া, কসবা, নবীনগরসহ কামারিয়া, ভাতশালা, ঘুঘুরাকান্দি, রৌহা ইউনিয়নের জনগনের ভোটাধিকার হরণ করার ঘৃণ্য নীল নকশা তৈরি করা হচ্ছে বলে গুঞ্জন উঠেছে।
তাই তিনি নিজে একজন সংবাদ কর্মী হিসেবে শেরপুরের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নির্বাচনকালীন সার্বিক বিষয়ের ওপর নিবির পর্যবেক্ষণ করার অনুরোধ করেন।
একই সঙ্গে তিনি নির্বাচিত হলে বিগত দিনের এমপির মতো সদর উপজেলার কেবল বিশেষ ৩টি ইউনিয়নে উন্নয়ন করে বাকি ইউনিয়নবাসীদের বঞ্চিত না করার প্রতিশ্রতি দেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে সাপ্তাহিক চলতি খবরের সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন, সাপ্তাহিক দশকাহনীয়া সম্পাদক আবু বকর, বাসস প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, সাংবাদিক জিএম বাবুল, রফিক মজিদ, আদিল মাহমুদ উজ্জল, মাসুদ হাসান বাদল, আবুল কালাম আজাদ প্রমুখ জাসদ প্রার্থী মনিরুল ইসলাম লিটনের কাছে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন।