কক্সবাজার সদরের ঈদগাঁওর ফকিরাবাজারা (ডুলাফকিরের মাজার গেইট) এলাকায় সড়কে মালবাহী পিকআপের ধাক্কায় মো. এহসানুল হক (২৪) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত এহসান ইসলামপুর মধ্যম নাপিতখালী (বাঁশকাটা) এলাকার সৌদি প্রবাসী ছিদ্দিকের ছেলে এবং কক্সবাজার সরকারি কলেজের অনার্স (সম্মান) রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, এহসান সিএনজিতে করে ঈদগাঁও যাওয়ার পথে ডুলাফকিরের মাজার গেইট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবাহী পিকআপ সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় এহসান।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটো আটক করা হয়েছে।