উৎসবমুখর পরিবেশে দলীয় মনোনয়ন সংগ্রহ

0

joipurhatআসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাটে উৎসব মুখর পরিবেশে দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়ার কাজ শুরু করেছে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দরা। ২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ৪ দিনে ৬১জন চেয়ারম্যান প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর এ কার্যক্রম চলবে ২৫ জানুয়ারি বিকেল পর্যন্ত।
আওয়ামী লীগ অফিস সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতমধ্যেই নেতাকর্মীরা দলীয় মনোনয়ন সংগ্রহ করে আওয়ামী লীগ জেলা অফিসে জমাও দিচ্ছেন। জয়পুরহাট জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো জানান, জয়পুরহাট সদর, পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা মোট ৩২টি ইউনিয়নের মধ্যে বড়াইল, বড়তারা ও তুলশীগঙ্গা ইউনিয়ন ছাড়া বাকী ২৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে মোটরসাইকেল শোভাযাত্রাসহ কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর, উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী দাদা, আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন যুবলীগ নেতা সেলিম মাহবুব সজল ও পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মন্ডল কুসুম্বা ইউনিয়নসহ বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র জমা দেন। এ বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী জানান, আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে, সেই একমাত্র দলীয় ব্যানারে নৌকা প্রতীকে ভোট কররে পারবেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More