[ads1]গ্লোবাল মানি ট্রান্সফার এক্সপ্রেস মানি’র (১৬ সংখ্যা) মাধ্যমে বাংলাদেশীদের কাছে পাঠানো বৈদেশিক অর্থ উত্তোলন কারীদের মধ্যে বৈশাখী ঝড়ো অফারে লটারীর মাধ্যমে বিজয়ী হয়েছেন নলছিটির গৃহবধু হেলেনা আক্তার (৩৩)।
রবিবার বিকালে নলছিটি সোনালী ব্যাংক কার্যালয় শাখা ব্যবস্থাপক মোঃ কেফায়েত উল্লা এ পুরুস্কার একটি এলইডি ২৪ ইঞ্চি টেলিভিশন বিজয়ীর
হাতে তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার সংগঠন আসক’র ভারপ্রাপ্ত সম্পাদক এইচএম সিজার, নলছিটি সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জি. হাসান আলম সুমন, অত্র ব্যাংকের সিনিয়র অফিসার আনসার আলী খান প্রমুখ। [ads2]
মানি এক্সপ্রেস’র এ বৈশাখী ঝড়ো অফার টি সমগ্র বাংলাদেশীদের বৈদেশিক অর্থ সোনালী ব্যাংক থেকে উত্তোলন কারীদের জন্য ১৪ই এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলমান ছিল। মানি এক্সপ্রেস এর প্রধান কার্যালয় লটারীর মাধ্যমে বিজয়ী হেলেনাকে চুড়ান্ত করা
হয়।
হেলেনা আক্তার উপজেলার সূর্য্যপাশা গ্রামের মৃত সোবাহান হাওলাদারের মেয়ে।[ads1]