গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মীর শুকুর আলীর ওপর আবারো বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি প্রাণে বাঁচলেও মারাত্মক আহত হয়েছেন তার সঙ্গী একই গ্রামের রাজমিস্ত্রী জোগালে লিখন মিয়া (২০)।
মঙ্গলবার রাত ১১টার দিকে শুকুর মীরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এর আগে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত শুকুর মীরের ওপর কয়েক দফা বোমা হামলা হয়েছিল।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাতে গ্রামের মোড়ের মুদি দোকানের কাজ শেষে বাড়ি ফিরছিলেন শুকুর মীর। এ সময় তার সঙ্গে ছিলেন লিখন ও জাব্বারুল নামের দুজন। শুকুর মীর তার বাড়ির প্রধান ফটক দিয়ে ভিতরে ঢোকার সময় তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুকুর মীর ও জাব্বারুল প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন লিখন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জানান, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।