সাতক্ষীরার কলারোয়ায় সুফিয়া খাতুন (৪৫) নামে স্বামী পরিত্যাক্তা এক নারীকে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কলারোয়া পৌর এলাকার তুলসিডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সুফিয়া খাতুন ওই গ্রামের মৃত ফজর আলীর মেয়ে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, সুফিয়া খাতুন নিজ বাড়ির পার্শ্ববর্তী বাজারের একটি দোকানে মোবাইল চার্জে দিয়েছিল। রাতে মোবাইলটি নিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গলায় ছুরি মারে। এ সময় গুরুতর জখম অবস্থায় তিনি নিজেই দৌড়ে পার্শ্ববর্তী কলারোয়া হাসপাতালে গিয়ে ওঠেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Next Post