গাজীপুরের কাপাসিয়ায় ১ হাজার ৫০০ জেলেদের মাঝে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে পরিচয় পত্র (স্মার্ট) বিতরণ করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউএনও আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের প্রকল্প পরিচালক আরিফুর রহমান তরফদার, সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান পেরা, ভাইস চেয়ারম্যান আড. রেজউর রহমান লস্কর মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সামসুন্নাহার ডেইজি, জেলা মৎস্য অফিসার আ. মজিদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার গোলাম কিবরিয়া প্রমুখ।
রিমি এমপি বলেন, মাছের প্রোটিনের কোনো বিকল্প নেই। মাছ খেলে স্ট্রোক থেকে বিরত থাকা যায়। মা মাছ না ধরলে মাছ বাড়ে। অসৎ মানুষ লোভে পড়ে মা মাছ ধরে বিক্রি করে। তিনি জেলেদের ও মাছ চাষীদের মাছ সংরক্ষনে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুরোধ করে।
Prev Post