শেরপুর (বগুড়া): কুকুরের কামড়ে অর্থাভাবে চিকিৎসা করাতে পারেন নি। কবিরাজের কাছে গিয়ে ঝাড়-ফুঁকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টাও করেছে। কিন্তু তাতে কোনো ফল আসে নি। শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। এরপর ঢলে পড়েন মৃত্যুর কোলে।
বুধবার ঘটনাটি ঘটে বগুড়ার শেরপুরে। ওই হতভাগার নাম সাইদুর রহমান(৩০) .তিনি শেরপুর উপজেলার শাহ্বন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী পাকার মাথা গ্রামের আজাহার আলীর ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইদুর রহমান পেশায় রিকশা চালক। গেল ২৯ অক্টোবর প্রতিদিনের ন্যায় রিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে একটি পাগলা কুকুর তাকে কামড়ে দেয়। এরপর অর্থাভাবে চিকিৎসা না নিয়ে কবিরাজের কাছে গিয়ে ঝাড়ফুঁক দেন।
কিন্তু এতে কোনো ফল আসে নি। বরং কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অস্বাভাবিক আচরণ করতে থাকেন তিনি। এ অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
এদিকে, স্বামীর মৃত্যুতে প্রতিবন্ধি স্ত্রী এক বছরের শিশু ওমর ফারুককে নিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তার পরিবারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সাহায্য ও সহযোগিতা চাওয়া হয়েছে।