কুমিল্লা: কুমিল্লার আদর্শ সদর সদর দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন।
আদর্শ সদর উপজেলা নির্বাচনে দোয়াত-কলম প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আবদুর রউফ ৫৯ হাজার ৩৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক ফজলু আনারস প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৪৩৬ ভোট।
সদর দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম সরোয়ার ১ লাখ ৩৮ হাজর ৮৬৫ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী জহিরুল ইসলাম স্বপন পেয়েছেন ৯ হাজার ২৩৬ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. আমিনুল ইসলাম টুটুল ৪২ হাজার ২৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় জোটের (জামায়াত) প্রার্থী একেএম এমদাদুল হক মামুন পেয়েছেন ২৬ হাজার ২৫৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হোসনেয়ারা বেগম বকুল ৪৪ হাজার ৬৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহানারা চৌধুরী স্বপ্না পেয়েছেন ২৫ হাজার ৮৯৬ ভোট।