কুমিল্লা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে কুমিল্লার নাঙ্গল কোট স্টেশনের আউটারে রেললাইন কেটে ফেলেছে অজ্ঞাত ব্যক্তিরা।
রেললাইন কেটে ফেলায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতার চেষ্টায় অজ্ঞাত ব্যক্তিরা ভোররাতের দিকে রেললাইন কেটে ফেলেছে। এ কারণে চট্টগ্রামগামী গোধূলী ট্রেনের একটি বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেন লাকসাম থেকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে জানিয়ে মোস্তাফিজুর বলেন, আশা করা যাচ্ছে দুপুরে মধ্যে রেল যোগাযোগ শুরু হবে।
কুমিল্লা রেল স্টেশনে একটি মালবাহী ট্রেন আটকা পড়েছে বলে জানান তিনি।