মিল্লা সদরের রসুলপুরে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক অবস্থায় ফিরেছে চট্টগ্রাম-নোয়াখালীসহ চাঁদপুরের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ।
শনিবার রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিলার স্টেশন মাস্টার শফিকুর রহমান ভুইয়া।
শফিকুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে দিনাজপুর যাওয়ার পথে কুমিল্লার রসুলপুর এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরেই আখাউড়া ও লাকসাম থেকে দুটি রিলিফ ট্রেন রওনা দেয় ঘটনাস্থলের দিকে। বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার কাজ শুরু করে। রাত ৯টার দিকে বগিগুলো উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী মালবাহী ট্রেনের তিনটি বগি কুমিল্লার রসুলপুরে লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম-নোয়াখালী ও চাঁদপুরের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। কুমিল্লা রেল স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস, লাকসাম স্টেশনে চট্গ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস লালমাই স্টেশনে আটকা পড়ে। এছাড়া চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসও আটকা পড়ে।