কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর গ্রামের মন্নান মিয়ার বাড়িতে বৃহস্পতিবার জামাই আরিফ আহমদ (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় লোকজন জানান, শরীফপুর ইউনিয়নের নমৌজা এলাকার ছোয়াব উল্লাহর ছেলে আরিফ আহমদ তার শ্বশুড়বাড়ি চুনঘর গ্রামে থাকেন। তার স্ত্রী নাসিমা বেগম চট্টগ্রামে গার্মেন্টে শ্রমিক। বৃহস্পতিবার সকালে আরিফ আহমদ শ্বশুর বাড়ির ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় শ্বশুর বাড়ির লোকজন বেলা ২টায় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে মন্নান মিয়ার পরিবারের লোকজন উধাও হয়ে গেছে।
কুলাউড়া থানার ওসি শামছুদ্দোহা পিপিএম জানান, খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের লোকজনদের খবর দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছিলো।
Next Post