কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা সদরের মাঝি পাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের ৪টি পারিবারিক মন্দিরের মুর্তি ভাংচুর ও স্বর্ণালংকার লুট হওয়ার ঘটনায় ভুরুঙ্গামারী থানায় গতকাল একটি মামলা করা হয়েছে। মামলা নং ১৪। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।
স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মাঝিপাড়া গ্রামের জনৈক অতুল দাসের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। পাড়ার প্রায় সব লোকই সারা রাত বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সুযোগে গভীর রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা ওই গ্রামের দীনেশ দাস, গনেশ দাস, মিলন দাস ও বিজয় দাসের পারিবারিক মন্দিরের মহাদেব ও নারায়ণ মুর্তি গুলো ভাংচুর করে এবং মুর্তির গলায় থাকা স্বর্ণ ও রৌপ্যের আনুমানিক ৩০ হাজার টাকার অলংকার লুট করে নিয়ে যায়।
ভুরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) মেহেদী রাসেল জানান, মুর্তি ভাংচুরের ঘটনায় থানায় ‘অজ্ঞাতনামা’ কে বা কারা উল্লেখ করে মামলা হয়েছে তদন্ত চলছে। ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান মুকুল চৌধুরী বলেন, কোন দুষ্ট ছেলে পেলে বিয়ে বাড়ী থেকে বাড়ী ফেরার পথে ৪টি মুর্তি ভেঙ্গে ফেলেছে। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। মামলার বাদী গনেশ দাস বলেন, কে বা কারা মুর্তিগুলো ভেঙ্গেছে তা আমরা কেউ দেখিনি। এ জন্য কারো সুনিদিষ্ট নামে মামলা করি নাই।