ফেনী : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তার নিজ এলাকা ফেনীর ফুলগাজী উপজেলা উত্তপ্ত হয়ে উঠেছে। খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারির কথা শুনার পরপরই বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়ে। বিএনপি যুগ্ম আহ্বায়ক প্রফেসর আব্দুল খালেকের নেতৃত্বে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ এতে বাধা দিলে বিক্ষুব্ধ কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। যেকোন সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।