খুন হওয়া ছাত্রের জুতা প্রিন্সিপালের বাসা থেকে উদ্ধার

0
sylhetসিলেটের বিশ্বনাথে খুন হওয়া উপজেলা সদরের জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ফজিলত ১ম বর্ষের শিক্ষার্থী সালমান আহমদ (১৭)’র ব্যবহৃত জুতা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ ও নিহতের সহপাঠী মহসিন উদ্দিন নাঈম’র বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।
সালমানের জুতা উদ্ধারের সত্যতা স্বীকার করে থানার ওসি মাসুদুর রহমান মাবনকণ্ঠকে বুধবার সকালে বলেন, উদ্ধার হওয়া জুতা সালমানের মা কুতুবি বেগম সনাক্ত করেছেন। ইতিমধ্যে ওই হত্যাকাণ্ডের বেশ কিছু তথ্য উদঘাটন করা হয়েছে। খুবই শিগগিরই এ হত্যা কাণ্ডের পুরো রহস্য বের হয়ে আসবে।
তিনি বলেন, সালমান হত্যা মামলায় এখনো পর্যন্ত মাদ্রাসার প্রিন্সিপালসহ ৭জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর সকালে উপজেলার নতুন বাজার এলাকার তফজ্জুল আলী কমপ্লেক্সের সামনে সালমান আহমদের লাশ পাওয়া যায়। পরদিন ৩১ ডিসেম্বর সালমানের মা কুতুবি বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More