মঙ্গলবার ভোরের দিকে নেতাকর্মীরা কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কাথুলী এলাকায় টায়ার জ্বালিয়ে একঘণ্টা সড়ক অবরোধ করে।
এ সময় গাংনী পৌর বিএনপির যুগ্মসম্পাদক মকবুল হোসেন মেঘলার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গাংনী বড়বাজার হয়ে কাথুলী মোড়ে এসে সভাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, বিএনপি নেতা মকবুল হোসেন মেঘলা, সাইফুল ইসলাম, কানাই বাবু, যুবদল নেতা মফেজ উদ্দিন মফে, ছাত্রদল নেতা তানভীর কবীর প্রমুখ।
এই বিষয়ে গাংনী থানা উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছানোর আগে তারা পালিয়ে যায়।