গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অজ্ঞাত পরিচয় (৩০) এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় অনত্মত ১৮ জন বাস ও মাইক্রোবাসের যাত্রী আহত হয়েছেন। গোবিন্দগঞ্জ হাইওয়ের থানা সংলগ্ন বকচর এলাকায় আজ রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপস্নেক্রে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উদযাপন করতে ঘরমুখো যাত্রীদের নিয়ে রংপুরগামী বাসটি ঢাকা থেকে রংপুরে আসছিল। বাসটি হাইওয়ে থানা সংলগ্ন বকচর এলাকায় পৌছলে বগুড়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে বাসটি নিয়স্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই এক গৃহবধূ মারা যায়। এ সময় বাস ও মাইক্রোবাসের আরও ১৮ জন যাত্রী আহত হয়েছেন। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস আটক করা হয়েছে। নিহতের মৃতদেহ থানায় রাখা হয়েছে।