সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রফ্রন্টের কলেজ শাখা সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসদ, গাইবান্ধা জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, জনার্দন দত্ত নান্টু, কিবরিয়া হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার ৪৪ বছর পেরিয়ে গেলেও সার্বজনিন বিজ্ঞান ভিত্তিক, সেকুলার, গণতান্ত্রিক এবং একই পদ্ধতির শিক্ষানীতি আজও প্রণীত হয়নি। টাকা যার শিক্ষা তার এই নীতিতে শিক্ষা ব্যবস্থা চলছে। এর অবসান হওয়া দরকার।
Prev Post
Next Post