গাজীপুরে প্রাণীর ভেজাল ওষুধ তৈরির কারখানার সন্ধান

0

osudগাজীপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে মাছ ও মুরগীসহ পশু-প্রাণীর ভেজাল খাদ্যদ্রব্য ও ওষুধ তৈরির অবৈধ কারখানা আবিষ্কার করেছে। এসময় কমপক্ষে এক কোটি টাকা মূল্যের খাদ্যদ্রব্য ও ওষুধসহ নানা উপকরণ জব্দ করা হয়। আটক করা হয় তিন কর্মচারীকে।
ডিবি পুলিশের এসআই ইকবাল হোসেন জানান, বুধবার গভীর রাতে সন্দেহজনকভাবে চলা একটি ট্রাককে অনুসরণ করার পর মহানগরের নলজানি এলাকার টিনসেট ভাড়া বাড়িতে অবৈধ কারখানার সন্ধান পান। পরে যশোরের বাসিন্দা আক্তারুজ্জামানের মালিকানাধীন সাইনবোর্ড বিহীন কেআরএফ এগ্রো কেয়ার নামের ওই কারখানায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় মাছ, মুরগীসহ পশু-প্রাণীর  ভেজাল খাদ্যদ্রব্য এবং তৈরি করা প্যাকেটজাত ও বোতলজাত ওষুধ, ওষুধ তৈরির নানা উপকরণ ও কেমিক্যাল, চালান বই, বিভিন্ন প্রকার ওষুধ ও পোল্টি জাতীয় খাবারের লেভেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের দাম কমপক্ষে এক কোটি টাকা বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা। ওই কারখানা থেকে জহিরসহ তিনজন কর্মচারীকে আটক করা হয়।
পুলিশ আরো জানায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এসকল সামগ্রী তৈরি করে বাজার জাত করা হয়। তাদেরকে বৃহস্পতিবার সকালে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More