গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ভাবে বন বিভাগের জমি দখল করে তাতে স্থাপনা নির্মাণের সময় দখলদারের ভাড়াটিয়া বাহিনীর লোকজন বন কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এ সময় বন বিভাগের লোকজন ৯ রাউন্ড ফাকা গুলি ছুড়ে ৫ জনকে আটক ও নির্মাণ সামগ্রী জব্দ করেছে।
বন কর্মকর্তারা জানায়, মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকার বন বিভাগের ৬.৪০ একক জমি জবর দখল করে তাতে একটি মসজিদের নামে স্থাপনা নির্মানের সময় কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা বাধা দেয়। কিন্ত তাদের বাধা না মেনে বনবিভাগের কর্মকর্তাদের ওপর হামলা চালায় দখলকারী জসিম ইকবালের ভাড়াটিয়া লোকজন।
বনকর্মকর্তারা আত্মরক্ষার্থে ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে নাজমুল, আকাশ, সুজন, জামাল, রফিকুল নামের পাঁচজনকে আটক করে এবং বেশ কিছু নির্মাণ সামগ্রী জব্দ করে। পরে পুলিশ, র্যাব ও উপজেলা ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
Prev Post
Next Post