গুরুদাসপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে খাদে পড়ে চালক সোহান (১৭) নিহত হয়েছেন। পেছনে বসে থাকা আরোহী সুলতান আহমেদ (১৮) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন।
জানা যায়, রোববার রাত ৮টার দিকে উপজেলার পিপলা গ্রামের বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। নিহত চালক পৌরসদরের বিশ্বাসপাড়ার সাইফুল ইসলামের ছেলে সোহান ও আহত আরোহী সুলতান আহমেদ কাচারিপাড়ার মৃত আব্দুস সালামের পুত্র বলে জানা গেছে।