গোপালগঞ্জ সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে ওই গ্রামের ইয়ার আলীর বাড়িতে বিদ্যুতের সর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক ইয়ার আলী জানান, রাত ২টার দিকে প্রথমে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একে একে বাড়ির পাঁচটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, গোপীনাথপুর ফাঁড়ি পুলিশ ও স্থানীয় লোকজন এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়।
স্থানীয় গোপীনাথপুর ফাড়ির ইনচার্জ এসআই আবদুস সোবহান জানান, খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আমরা গিয়েছিলাম। স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে ঘরগুলো ও তার মধ্যে থাকা আসবাবপত্র পুড়ে যায়।
Prev Post
Next Post